icon
icon
icon
icon

দেশ সেবাই আমাদের ব্রত

আমরা ২২ তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য। দেশ সেবাই আমাদের ব্রত। দেখতে দেখতে আমরা আমাদের চাকুরী জীবনের এক দশক পার করেছি। এখন আমরা সবাই অনেক দায়িত্বশীল পদে অধিষ্টিত আর তাই আমাদের লক্ষ্য বাস্তবায়নে বেশি সুযোগ সৃষ্টি হয়েছে। কেউ মন্ত্রণালয়ে, কেউ বিভিন্ন একাডেমীক কার্যক্রমের সাথে, কেউ মাঠ প্রশাসনের দায়িত্বশীল পদ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে গুরু দায়িত্ব পালন করছে। এত কাজ কর্মের ব্যস্ততার পরও  কোন ব্যাচমেটকে ফোন করলে কিংবা কারো কাছ থেকে ফোন আসলে খুব ভাল লাগে। আমরা যারা মাঠে থাকি তাদের সাথে দেখা হওয়ার সুযোগ কম থাকে। আর তাই কোন সুভেনির বা ফোন লিস্ট থাকলে ডায়াল করে কথা বলা ছাড়া উপায় নেই। কিন্তু সমস্যা তখনি যখন কোন ফোন সেট নষ্ট হয়ে যায় বা সুভেনিরটা হাতের কাছে না থাকে।  ফেসবুকে সীমিত সংখ্যক বন্ধুদের সাথে  যোগাযোগ করা সম্ভব হয়। ২২ তম বিসিএস প্রশাসন ফোরামের পোর্টাল সবাইকে সেতু বন্ধনের মত কাজ করবে। সবাই কানেক্টেড থাকবে এ প্রত্যাশায় আমরা।



Latest Posts

A Complete CMS by Md. Mahbub Hasan Shahin & Imtiaz Hanif

Powered by © 2014 NewITZone